Krave Academy Logo Krave Academy

Habibur Rahman

English Language Teacher

Krave Academy গর্বের সঙ্গে স্বাগত জানাচ্ছে হাবিবুর রহমান-কে, একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ English Language Instructor, যিনি এক দশকের বেশি সময় ধরে শিক্ষাদান ও ভাষা উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের Global Communication-এ পারদর্শী করে তুলছেন।

একজন উদ্দেশ্যপ্রণোদিত শিক্ষক

“Whatever I do, I try to do in the best way possible”—এই সহজ অথচ শক্তিশালী মন্ত্রে বিশ্বাসী হাবিবুর রহমান একজন অভিজ্ঞ ভাষা শিক্ষক, যিনি ক্লাসরুমে student-centered instruction, স্পষ্টতা এবং সহানুভূতির মাধ্যমে শিক্ষাদানে পারদর্শিতা দেখিয়েছেন। National এবং international পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে তার শিক্ষকতার অভিজ্ঞতা তাকে একজন দক্ষ এবং বিশ্বস্ত Instructor হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আন্তর্জাতিক একাডেমিক উৎকর্ষতা

বর্তমানে তিনি জার্মানির The Philipp University of Marburg-এ North American Studies-এ Master’s করছেন। এই interdisciplinary প্রোগ্রামটির মাধ্যমে তিনি U.S. ও Canadian history, politics, literature এবং culture নিয়ে গভীরভাবে গবেষণা করছেন।

এর আগে তিনি University of Göttingen থেকে English-এ Master’s করেছেন, যেখানে তার প্রধান গবেষণা ক্ষেত্র ছিল literary theory, postcolonial studies, discourse analysis এবং English linguistics।

বাংলাদেশে তিনি Khulna University তে English Language-এ Master’s ডিগ্রি অর্জন করেন। তার ফোকাস ছিল syntax, sociolinguistics, applied linguistics এবং second language acquisition।

সমৃদ্ধ শিক্ষাদান অভিজ্ঞতা

  • Manarat Dhaka International College (২০১৬–২০২৩): Cambridge Curriculum অনুসারে ইংরেজি শেখানো ও global readiness গড়ে তোলা।
  • Daffodil International University (২০১৪–২০১৬): Academic & Business English, soft skills development।
  • Cambrian School & College: আত্মবিশ্বাস বাড়াতে উদ্দীপনামূলক শেখানো।

তার expertise-এর মধ্যে রয়েছে Business English, student assessment, classroom instruction, higher education teaching এবং curriculum development।

Krave Academy-তে ভূমিকা

তিনি live, instructor-led English courses পরিচালনা করেন যা freelancers, study abroad aspirants এবং global professionals-দের জন্য ডিজাইন করা। শেখানো হয় practical grammar, spoken fluency, academic culture, interview preparation, এবং intercultural communication।

কেন হাবিবুর রহমান-এর কাছ থেকে শিখবেন?

  • ১০ বছরের বেশি সময়ের শিক্ষকতার অভিজ্ঞতা
  • Applied Linguistics এবং Cultural Studies-এ প্রশিক্ষিত
  • Cambridge Curriculum সহ আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থায় অভিজ্ঞ
  • Academic Writing, Discourse Analysis, ও Communication English-এ দক্ষ
  • South Asian ও Western Education Systems—উভয়ের বাস্তব অভিজ্ঞতা

Fun Fact

ক্লাসের বাইরে হাবিবুর রহমান পছন্দ করেন Universe and Human Evolution এর উপর Documentary দেখতে এবং বাংলা ও ইংরেজি সাহিত্য পড়তে।