Krave Academy Logo Krave Academy

Pronaya Prosun Das

Data Analyst | AI Engineer

Krave Academy গর্বের সঙ্গে স্বাগত জানাচ্ছে প্রণয় প্রসুন দাস-কে আমাদের একজন সম্মানিত Instructor হিসেবে। একাডেমিক দক্ষতা, cutting-edge গবেষণা অভিজ্ঞতা এবং knowledge sharing এর প্রতি গভীর আগ্রহ নিয়ে তিনি আমাদের শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছেন অসাধারণ একটি সুযোগ — যারা data science, machine learning এবং freelancing-এ আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ হতে চায়।

একাডেমিক উৎকর্ষতা

প্রণয় জার্মানির প্রখ্যাত University of Göttingen থেকে Applied Computer Science-এ Master of Science ডিগ্রি অর্জন করেছেন, এবং এটি “with distinction” হিসেবে সম্মানিত হয়েছে। তার পড়াশোনার মূল ক্ষেত্র ছিল machine learning, computer vision, bioinformatics, এবং evolutionary algorithms। তাঁর Master’s thesis ও প্রকল্প কাজ—যা আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে—প্রমাণ করে তিনি বাস্তবধর্মী এবং ইনোভেটিভ মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেছেন, যেমন: স্বয়ংক্রিয় পশু শনাক্তকরণ সিস্টেম এবং বায়োলজিক্যাল সিকোয়েন্স ক্লাসিফিকেশন।

তিনি বাংলাদেশের Jahangirnagar University থেকে আরেকটি Computer Science-এ MSc এবং East West University থেকে Computer Science and Engineering-এ BSc ডিগ্রি অর্জন করেছেন। সেখানে তিনি একজন Programming Contestant ও Teaching Assistant ছিলেন।

ইন্ডাস্ট্রি ও গবেষণায় অভিজ্ঞতা

প্রণয়ের রয়েছে ৭ বছরের বেশি পেশাগত অভিজ্ঞতা, যেখানে তিনি academia, applied research, এবং software engineering দক্ষতার দৃষ্টান্ত রেখেছেন:

  • বর্তমানে তিনি Bundeswehr University Munich-এ একজন Health Data Scientist হিসেবে কর্মরত, যেখানে তিনি health informatics-এ গবেষণা করছেন।
  • Cloudiek-এ Machine Learning Engineer হিসেবে তিনি কাজ করেছেন OCR system, object detection model, এবং Large Language Models (LLMs) ফাইন-টিউনিং নিয়ে।
  • জার্মানির খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠান Fraunhofer ITEM-এ তিনি প্রায় তিন বছর Scientific Researcher হিসেবে EHR data নিয়ে কাজ করেছেন এবং ব্যাখ্যাযোগ্য Machine Learning model ডেভেলপ করেছেন।
  • তার পূর্ববর্তী কাজের মধ্যে রয়েছে location-based marketing-এ data analysis, Android app ডেভেলপমেন্ট এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা।

শিক্ষাদান পদ্ধতি

প্রণয়ের শিক্ষাদান পদ্ধতি ভিত্তি করে স্বচ্ছতা, কৌতূহল এবং সহানুভূতির ওপর। বহু বছর ধরে শিক্ষকতা এবং মেন্টরশিপে অভিজ্ঞ তিনি জটিল টেকনিক্যাল ধারণাগুলো সহজভাবে উপস্থাপন করতে সক্ষম, এবং একাডেমিক মান বজায় রাখেন। শিক্ষার্থীরা তার কাছে শেখে বাস্তব অভিজ্ঞতা, গ্লোবাল প্রজেক্টে কাজের দক্ষতা এবং cutting-edge প্রযুক্তি সম্পর্কে।

Krave Academy-তে প্রণয়ের কাছে শেখার কারণ

Krave Academy-তে প্রণয় শিক্ষার্থীদের শেখান data science, machine learning এবং AI-এর মতো উচ্চ চাহিদাসম্পন্ন বিষয়ে, যা তাদের দক্ষ freelancer হিসেবে গড়ে তুলতে সহায়তা করে বা বিদেশে পড়াশোনা করার প্রস্তুতিতে সাহায্য করে। তার কোর্সগুলো hands-on, বাস্তবভিত্তিক এবং একাডেমিক থিওরি ও প্রফেশনাল প্রয়োগের মাঝে সেতুবন্ধন তৈরি করে।

মজার তথ্য

কোডিং বা data analysis-এর বাইরে সময় পেলে প্রণয় নতুন প্রযুক্তি ঘাঁটতে এবং algorithmic puzzle সমাধানে মগ্ন থাকেন — যা প্রমাণ করে একজন প্রকৃত গবেষক সবসময় শেখার মধ্যেই থাকেন!